আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কুড়িগ্রামে সেনাসহ যৌথবাহিনীর  অভিযানে মাদকসহ  এক মাদককারবারী আটক

সোমবার, ৯ জুন ২০২৫, দুপুর ১২:১১

Advertisement Advertisement

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযানে ১লাখ ৩৩হাজার টাকার মাদকসহ এক মাদককারবারিকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।

বিশ্বস্ত সূত্রে জানাগেছে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে রোববার (৮ জুন)  রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে একটি বাড়িতে পরিচালিত হয়। অভিযানকালে ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল,২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় জব্দকৃত আলামতের আনুমানিক সর্বমোট মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৬৭০ টাকা।  এসময় ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (৪০) নামে একজন মাদককারবারীকে আটক করে যৌথ বাহিনী। আটক এনামুল জয়কুমর গ্রামের  আহমদ আলির ছেলে। আটক এনামুলের বিরুদ্ধে মামলার পরবতী কার্যক্রমের জন্য ওইরাতেই রাজারহাট থানা পুলিশে সোপর্দ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। রাজারহাট থানায় একটি মামলার অজু হয়। যাহার মামলা নম্বর ০৪, তারিখ- ০৯/ ০৬ /২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)/১৪(গ)/১৯(ক)।

এ ব্যাপারে রাজারহাট  থানার দায়িত্বরত সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে সোমবার(৯জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied